দুর্গাপুরে অপ্রয়োজনীয় দোকান খোলায় ৬ ব্যবসায়ীর অর্থদণ্ড

প্রকাশিত: এপ্রিল ১, ২০২০; সময়: ৮:৪০ অপরাহ্ণ |
দুর্গাপুরে অপ্রয়োজনীয় দোকান খোলায় ৬ ব্যবসায়ীর অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খুলে রাখার অভিযোগে রাজশাহীর দূর্গাপুরে ৬ দোকান ব্যবসায়ীকে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা ১১টার দিকে দূর্গাপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন মৃধা এবং সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম।

উপজেলায় নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা জানান, সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকানপাট যারা খোলা রাখবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে