হলের খাবারের মান নিশ্চিতসহ সাত দফা দাবিতে ইবি ছাত্র মৈত্রীর মানববন্ধন

প্রকাশিত: মে ২৩, ২০২২; সময়: ৫:০২ অপরাহ্ণ |
হলের খাবারের মান নিশ্চিতসহ সাত দফা দাবিতে ইবি ছাত্র মৈত্রীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ইবি : হলের ডাইনিং ও ক্যাম্পাসে অবস্থিত হোটেল সমূহে খাবারের মান নিশ্চিতকরণ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি) ছাত্র মৈত্রী।

সোমবার (২৩ মে) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময়, খাবারের পূর্বমূল্য নির্ধারণ, স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার নিশ্চিতসহ বিভিন্ন বিষয় তুলে ধরে সাত দফা দাবি জানিয়েছেন তারা।

সংগঠনটির সভাপতি আব্দুর রউফ বলেন, শিক্ষার্থীরা কি অবস্থায় আছে, কি খাচ্ছে, কোন পরিবেশে পড়াশোনা করছে সে বিষয়ে প্রশাসনের কোন দৃষ্টিপাত নেই। বিগত কয়েকদিন আগেও বিভিন্ন হল ডাইনিং এর খাবারে মাছি, শামুক পাওয়া গেছে। এছাড়াও ক্যাম্পাসের অভ্যন্তরে খাবারের হোটেল গুলোতে নেই সুনির্দিষ্ট মূল্য তালিকা। তাই গুরুত্বপূর্ণ এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে আমরা এখানে দাঁড়িয়েছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে