ইবিতে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: মে ২১, ২০২২; সময়: ৫:০৬ অপরাহ্ণ |
ইবিতে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ( ইবি) দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি এসোসিয়েশন।

শনিবার (২১মে) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী চলবে ২১ ও ২২ মে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রথমবরের মত আয়োজিত এ প্রদর্শনীর আলোকচিত্রে ফুটে উঠেছে গ্রামীণ সমাজ, মেহনতি মানুষের জীবনযাত্রা, প্রাকৃতিক সৌন্দর্যসহ সমাজের বিভিন্ন বাস্তবচিত্র।

এবিষয়ে ফটোগ্রাফি এসোসিয়েশনের সভাপতি সোহানুর রহমান বলেন, ফটোগ্রাফি হচ্ছে একটা শিল্প ও মনের ভালোলাগা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ছবি প্রদর্শনী উৎসব হচ্ছে। এখানে ইবি এবং দেশী-বিদেশী আলোকচিত্রীদের ছবি প্রদর্শিত হচ্ছে। আশা করি সবার ভালো লাগবে।

প্রসঙ্গত, ফটোগ্রাফি এসোসিয়েশনের আয়োজিত একটি অনলাইন ইভেন্টে বাংলাদেশ, মালয়েশিয়া, ভারত, ভুটানসহ ৭টা দেশ থেকে দেড় হাজার ছবি জমা হয়। প্রাথমিকভাবে ১২০ টি ছবি নির্বাচন করা হয়েছে এবং সেখানথেকে চূড়ান্তভাবে বাছাইকৃত ৮২ টি ছবি ইবিতে প্রদর্শিত হচ্ছে ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে