রাবিতে শাবিপ্রবির উপাচার্যের কুশপুতুলে জুতার মালা পড়িয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২; সময়: ৭:০৪ অপরাহ্ণ |
রাবিতে শাবিপ্রবির উপাচার্যের কুশপুতুলে জুতার মালা পড়িয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ

নিজস্ব প্রতিবেদক, রাবি : শাহজালাল বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের কুশপুতুলে জুতার মালা পড়িয়ে ক্যাম্পাসে প্রদক্ষিণ করা হয়েছে।

বুধবার বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে উপাচার্যের কুশপুত্তলিকা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ শেষে আবার আমতলায় জুতা নিক্ষেপের জন্য ফিরিয়ে নিয়ে আসা হয়।

কর্মসূচিতে নাগরিক ঐক্যের সভাপতি মেহেদী হাসান বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ছাত্রসমাজ ছাড়া বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। বর্তমান যে ফ্যাসিস্ট সরকার রয়েছে তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত করতে একমাত্র ছাত্রসমাজই পারবে। এর মাধ্যমে আমরা ফ্যাসিস্টমুক্ত বিশ্ববিদ্যালয় পাবো। সারা বাংলাদেশের ছাত্রসমাজ শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগ দাবি জানিয়েছে। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

এসময় রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর বলেন, আমরা জানি সম্মানিত ব্যক্তিদেরকে ভিসি পদে আসীন করা হয়। কিন্তু আমরা শাবিপ্রবির উপাচার্যকে দেখলাম কিভাবে শিক্ষার্থীদের পেছনে পুলিশকে লেলিয়ে দিয়ে নির্যাতন করাতে। সারা দেশের সবশ্রেণি পেশার মানুষ বিবেকবান শিক্ষক, ছাত্রসমাজ সবাই চাচ্ছে এই ভিসি পদত্যাগ করুক কিন্তু এই নির্লজ্জ ভিসি পদত্যাগ করছে না।

তাই আমরা মনে করি ভিসির মতো সম্মানিত পদকে তিনি কলঙ্কিত করেছেন। তিনি সম্মান পাওয়া মতো কোনো যোগ্যতা ও জায়গা রাখেননি। তাই আমাদের মূল দাবি এই উপাচার্যকে অপসারণ করে এবং একই সাথে যে কাঠামোর মাধ্যমে ভিসিগুলো স্বৈরাচারি হয়ে উঠতেছে সেসব জায়গায় পরিবর্তন ঘটাতে হবে।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন শাখা ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন মিলন, নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক আলহাজ হোসেন ও ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ খান প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে