৩০ শতাংশ সিলেবাসে পরীক্ষার দাবিতে শিবগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১; সময়: ৪:২৬ অপরাহ্ণ |
৩০ শতাংশ সিলেবাসে পরীক্ষার দাবিতে শিবগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : ৩০ শতাংশ সিলেবাসে পরীক্ষার দাবিতে রাস্তায় নেমেছে ২০২২ সালের মাধ্যমিক (এসএসসি ও সমমান) পরীক্ষার্থীরা।

রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন মাদরাসা ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় উপজেলা শিক্ষা অফিস, শিবগঞ্জ থানা, ডাকবাংলো চত্বর ঘুরে র‌্যালি শেষে মানববন্ধনে মিলিত হয় তারা। শিবগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, বালিয়াদিঘী উচ্চ বিদ্যালয়, চাতরা উচ্চ বিদ্যালয়, চককীর্তি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর দাখিল মাদরাসা ও ধোবড়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।

মোহাম্মদ আলী নামে এক শিক্ষার্থী বলেন, করোনার কারণে ২০২২ সালের এসএসসি ব্যাচের পরীক্ষার্থীরা তেমন কোনো পড়ার সুযোগ পায়নি। ইতোমধ্যে শিক্ষাবোর্ড ৩০ শতাংশ সিলেবাস কমিয়েছে। এতো কম সময়ে আমাদের পক্ষে বাকি ৭০ শতাংশ সিলেবাস পড়ে শেষ করা সম্ভব নয়। আরও ৪০ শতাংশ কমিয়ে ৩০ শতাংশ সিলেবাসে পরীক্ষা নেওয়ার দাবি জানান। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি চলমান থাকবে বলে জানায় ওই শিক্ষার্থী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে