বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে বৈঠক আজ

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১; সময়: ৯:৪৮ পূর্বাহ্ণ |
বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে বৈঠক আজ

পদ্মাটাইমস ডেস্ক : বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে আজ বিআরটিএ’তে পরিবহন মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতাদের সংগে বৈঠক। শনিবার সকাল ১১টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবির প্রেক্ষিতে শুক্রবার তার বাসভবন থেকে ভিডিওবার্তার মাধ্যমে বৈঠকের কথা জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শিক্ষার্থীদের টানা বিক্ষোভের মুখে গেলো বৃহস্পতিবার এই ইস্যু নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সাথে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠক হয়। তবে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর করা হবে কিনা, সেবিষয়ে কোন সিদ্ধান্ত ছাড়াই ঐ বৈঠক শেষ হয়।

এদিকে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১লা ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। শিগগিরই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে।

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহণ মালিকদের চাপে সরকার বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ায়। ওই ভাড়া কার্যকরের আগে যেসব বাসে শিক্ষার্থীদের কিছুটা কম ভাড়া নেওয়া হতো সেগুলোও বন্ধ করে দেওয়া হয়। ওইসব বাসে নতুন ভাড়া আদায় শুরু হয়। এর পর থেকেই বাসে অর্ধেক ভাড়া দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

বুধবার সড়কে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার পর সেই আন্দোলন আরও গতি পায়। বৃহস্পতিবার এ বিষয়ে বেসরকারি বাস মালিক-শ্রমিকদের নিয়ে বিআরটিএতে বৈঠক হলেও তাতে কোনো ফল আসেনি। এর মধ্যে শুক্রবার বিআরটিসি বাসে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা এলো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে