রাবির ডিন, সিন্ডিকেট ও শিক্ষক সমিতির নির্বাচন

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১; সময়: ৫:৪৩ অপরাহ্ণ |
রাবির ডিন, সিন্ডিকেট ও শিক্ষক সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের ডীন, সিন্ডিকেট, শিক্ষাপরিষদ, ফাইন্যান্স, পরিকল্পনা উন্নয়ন ও শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। শেষ হয় বিকাল ৩টায়। পরে সাড়ে তিনটায় ভোট গণনা শুরু হয়।

সূত্রে জানা গেছে, এ বছর বিশ্ববিদ্যালয়ে কলা, আইন, বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, সামাজিক বিজ্ঞান, জীব বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, চারুকলা, ভূ-বিজ্ঞান, ফিশারীজ, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদে ১২ জন ডীন, শিক্ষক প্রতিনিধি হিসেবে ৫ জন।

এর মধ্যে প্রাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক প্রতি পদে একজন করে। শিক্ষাপরিষদে তিন জন সহযোগী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক ব্যতীত তিনজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোট ৬জন, ফাইন্যান্স কমিটিতে ১জন, পরিকল্পনা ও উন্নয়ন কমিটিতে একজন শিক্ষক পদে এবং শিক্ষক সমিতির ১৫ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ও নির্বাচন রিটার্ণিক কর্মকর্তা অধ্যাপক আব্দুস সালাম জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবেই হয়েছে । শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রদান করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে