রাবি হলের এক কক্ষ দখলে নিতে ৪ তালা

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১; সময়: ৫:৩৭ অপরাহ্ণ |
রাবি হলের এক কক্ষ দখলে নিতে ৪ তালা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহা হলের ৩৪৪ নম্বর কক্ষ। এ কক্ষে থাকতেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাখাওয়াত হোসেন। করোনার আগেই তিনি লেখাপড়া শেষ করে চলে গেছেন। এরপর তার কক্ষে এত দিন কেউ ওঠেনি। কিন্তু ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলতেই ওই কক্ষ দখল করতে নতুন চারটি তালা ঝোলানো হয়েছে।

শাখাওয়াত হোসেন এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে রসিকতা করে লিখেছেন, ‘হায় রে আমার হলের ৩৪৪ নম্বর রুম, শহীদ শামসুজ্জোহা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তারে দখলে নিতে চারটা তালা মারছে। বিধি তুমি বলে দাও রুমটা কার, চারটা গ্রুপ একটা রুমের দাবিদার। ভাগ্য ভালো লকডাউনের মধ্যেই হল ছেড়ে দিসিলাম।’

শাখাওয়াত হোসেন বলেন, তিনি ওই হলের সিঙ্গেল রুমে থাকতেন। সাধারণত মাস্টার্সের শিক্ষার্থীরা এই রুমগুলো পেয়ে থাকেন। কিন্তু অবাক হয়েছেন তিনি এই দেখে যে একটি কক্ষ দখলে এতগুলো তালা মারা হয়েছে।

শহীদ শামসুজ্জোহা হল প্রাধ্যক্ষ মো. জুলকার নায়েন বলেন, হলের একটি কক্ষে চারটি তালা ঝোলানো একটি ছবি ফেসবুকের মাধ্যমে নজরে এসেছে। সাধারণত হল থেকে কোনো শিক্ষার্থী চলে যাওয়ার পর হল কর্তৃপক্ষ একটি তালা লাগিয়ে দেয়। কিন্তু বাকি তালাগুলো কে বা কারা লাগিয়েছে, তা তার জানা নেই। কেউ লাগিয়ে থাকলে এ বিষয়ে ব্যবস্থাও নেবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে