সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রাবিতে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১; সময়: ২:১২ অপরাহ্ণ |
সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা বিনাশকারী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সিনেট ভবন চত্বরে রাবি শিক্ষক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশ নেয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক নেতারা বলেন, যে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছিল সেই দেশ এখন মৌলবাদী শক্তির উত্থানের কারণে সহিংসতা হচ্ছে।

ধর্মকে পুঁজি করে সংগঠিত সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িত চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে।

এ সময় মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে