৪০তম বিসিএসের ভাইভা শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১; সময়: ১:৫০ অপরাহ্ণ |
৪০তম বিসিএসের ভাইভা শুরু

পদ্মাটাইমস ডেস্ক : করোনার কারণে স্থগিত থাকা ৪০তম বিসিএসের ভাইভা শুরু হয়েছে। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়।

সকালে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ বলেন, আজ সকাল ১০টা থেকে স্থগিত ৪০তম বিসিএসের ভাইভা শুরু হয়েছে।

করোনা সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় গত ১ সেপ্টেম্বর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে নতুন করে পরীক্ষার এ সময় ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ শুরু হওয়া এ ভাইভা পরীক্ষা চলবে ১১ অক্টোবর পর্যন্ত।

পিএসসি জানিয়েছ, এ সময়ে সাধারণ ক্যাডারের ২ হাজার ৪৬৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। গত ১৬ ফেব্রুয়ারি এ বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে তা পিছিয়ে যায়।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

৪০তম বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে প্রায় ৮০০ জন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে