রাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১; সময়: ১১:৫০ পূর্বাহ্ণ |
রাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

পদ্মাটাইমস ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

তথ্যমতে, আগামী ৪ অক্টোবর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ৬ আগস্ট পর্যন্ত। এ বছর ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর কোনো নম্বর থাকছে না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় নির্ধারণ হওয়া প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। www.ru ac.bd admission এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

এর আগে গত ১৭ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৪ অক্টোবর ‘সি’ ইউনিট, ৫ অক্টোবর ‘এ’ ইউনিট ও ৬ অক্টোবর ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২১ নির্ধারিত হয়েছে।

প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তিন শিফটে পরীক্ষা গ্রহণ করা হবে। গত মার্চ মাসে এক সভার প্রেক্ষিতে ১৪ জুন তারিখ থেকে ভর্তি পরীক্ষা শুরুর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে গত ২০ মে করোনাভাইরাস পরিস্থিতির কারণে তারিখ পিছিয়ে আগস্টে ভর্তি পরীক্ষার গ্রহণের ঘোষণা দিলেও পরবর্তীতে তা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে