পলিটেকনিক শিক্ষকদের বদলির ও হয়রানির প্রতিবাদে সভা

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১; সময়: ৭:০০ অপরাহ্ণ |
পলিটেকনিক শিক্ষকদের বদলির ও হয়রানির প্রতিবাদে সভা

মো: মাসুদ রানা, কচুয়া : মানণীয় প্রধনামন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক চালুকৃত ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রূপান্তরের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ সহ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রম পরিষদের ৪ দফা বাস্তবায়নের দাবীতে পলিটেকনিক শিক্ষকদের বিভিন্নমূখী হয়রাসিহ অন্যায় বদলির প্রতিবাদে প্রতিবাদ সভা করা হয়েছে।

শনিবার আইডিইবির সহ-সভাপতি কচুয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. ফজলুর রহমান খান ও সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ।

ভার্চুয়ালে প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মজিদ,ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক মসিউর রহমান খান,বাংলাদেশ সচিবালয় সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোতাহের হোসেন প্রমুখ।

 

  • 212
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে