করোনাকালীন প্রণোদনা চান রাবি কর্মকর্তারা

প্রকাশিত: জুন ২৩, ২০২১; সময়: ৬:৩৩ অপরাহ্ণ |
করোনাকালীন প্রণোদনা চান রাবি কর্মকর্তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : করোনায় আক্রান্ত ও মৃত্যুবরণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারকে প্রণোদনা দেয়ার দাবি জানিয়েছেন কর্মকর্তারা। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেয়া এক আবেদনপত্রে কর্মকর্তাদের পক্ষে এই দাবি জানান মোস্তফা-কাওসার-চঞ্চল পরিষদ।

আবেদনপত্রে তারা উল্লেখ করেন, করোনা মহামারির মধ্যে প্রধানমন্ত্রী কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ প্রদান ও ঝুঁকি বিবেচনা করে বিশেষ প্রণােদনা চালু করেছেন। রাবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও রাষ্ট্রের কাজেই নিয়োজিত হয়ে নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা হুমকির মুখে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজকে গতিশীল রেখেছেন।

এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সরকারী ও স্বায়ত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের মতো প্রণোদনার আওতাভুক্ত করার দাবি জানিয়েছে কর্মকর্তারা। যারা ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য কর্মকর্তা ও কর্মচারীগণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছেন।

এই বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার কামরুজ্জামান চঞ্চল বলেন, আমরা আবেদনপত্রটি উপাচার্য কার্যালয়ে দিয়েছি। এছাড়াও একটি করে অনুলিপি উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার দফতরে দেয়া হয়েছে। আমরা আশা করছি, মাননীয় উপাচার্য স্যার মানবিক বিবেচনায় আমাদের এই দাবি মেনে নিবেন।

  • 38
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে