পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ১৯ জুন থেকে টিকা দেয়া হবে

প্রকাশিত: জুন ১৭, ২০২১; সময়: ৯:৪৮ অপরাহ্ণ |
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ১৯ জুন থেকে টিকা দেয়া হবে

পদ্মাটাইমস ডেস্ক : আগামী ১৯ শে জুন থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য করোনার টিকাদানের কার্যক্রম শুরু হচ্ছে।

করোনা মোকাবেলার পাশাপাশি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্যই এমন কার্যক্রম বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডক্টর মুহাম্মদ সামাদ।

তিনি বলেন, দেশে করোনার বিস্তার লক্ষ্যে টিকা দেয়াটাই হচ্ছে এখন সবচেয়ে বড় হাতিয়ার। আমার ধারণা উন্নত দেশগুলো টিকা দেয়ার মাধ্যমেই তাদের দেশের করোনা পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে এনেছে।

আমরা যদি টিকা কার্যক্রম ঠিকমত পরিচালনা করতে পারি তাহলে আমরাও করোনা নিয়ন্ত্রণে আনতে পারবো এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সবকিছু স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে