অনলাইন ক্লাস: খুবই করুণ অবস্থা রাজশাহীর

প্রকাশিত: জুন ১৪, ২০২১; সময়: ২:০২ পূর্বাহ্ণ |
অনলাইন ক্লাস: খুবই করুণ অবস্থা রাজশাহীর

পদ্মাটাইমস ডেস্ক : প্রাথমিক শিক্ষার্থীদের গুগল মিটের মাধ্যমে চলছে অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসে পাঠদানে এগিয়ে ঢাকা বিভাগ। এরপরেই রয়েছে খুলনা বিভাগ। তবে সবচেয়ে পিছিয়ে বরিশাল বিভাগ।

এছাড়াও জেলা পর্যায়ে প্রথম হয়েছে চট্টগ্রাম জেলা ও দ্বিতীয় হয়েছে গাজিপুর জেলা। রোববার দুপুর পর্যন্ত সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের বিভাগভিত্তিক অনলাইন পাঠ পরিসংখ্যানে এমন চিত্রই উঠে এসেছে।

বিভাগ বিবেচনায় ঢাকা বিভাগে প্রতিদিন ক্লাস হয়েছে ৩২০১টি ও খুলনা বিভাগে ক্লাসের সংখ্যা ২২৭৪টি। এরপরেই রয়েছে চট্টগ্রামে ১৩৫২টি। তবে অন্যান্য বিভাগের অবস্থা খুবই করুণ। বরিশাল বিভাগে অনলাইন ক্লাসের সংখ্যা দিনে মাত্র ১৭৭, সিলেটে ৩৬৮, রাজশাহী ৩৯২, রংপুর ৫৫২ ও ময়মনসিংহে ৮৮৭টি ক্লাস হয়েছে।

এছাড়াও জেলা অনুযায়ী আবার সবচেয়ে বেশি ক্লাস হয়েছে চট্টগ্রামে। এরপরেই রয়েছে গাজীপুর, তৃতীয় অবস্থানে আছে মানিকগঞ্জ। চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে ময়মনসিংহ ও যশোর।

খোঁজ নিয়ে জানা যায়, অনলাইনে পাঠের সংখ্যা বাড়লেও বাড়ছেনা শিক্ষার্থী উপস্থিতি। প্রতিটি ক্লাসে ৫ জন শিক্ষার্থীকেও খুঁজে পাওয়া কষ্টকর।

এ বিষয়ে ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মো. ইফতেখার হোসেন ভুঁইয়া বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন দুটি কার্যক্রম চলছে। একটি হচ্ছে বাড়ি বাড়ি ওয়ার্কশিট পৌঁছে দেওয়া অন্যটি হলো গুগল মিটের মাধ্যমে ক্লাস কার্যক্রম।

যেহেতু এটি একটি নতুন বিষয় সেহেতু একটু সময় লাগছে। তবে আজও আমি একটি নতুন চিঠি ইস্যু করেছি, এ বিষয়ে পিটিআই ইন্সট্রাক্টর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদেরকে যেনো সহযোগিতা করে তা জানানো হয়েছে। এছাড়াও শিক্ষকদের মনিটরিং টুলস এ সংযুক্ত করতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, দুদিন বন্ধ থাকার পর রোববার থেকে এ কার্যক্রমে আরো গতি পেয়েছে। আমি শিক্ষকদের বলেছি প্রতিটি বিদ্যালয়ে প্রতিদিন অন্তত দুটি করে ক্লাস নিতে হবে এবং অনলাইনে তা আপলোড করতে হবে।

অনলাইনে ক্লাস শুরু হলেও শিক্ষার্থী উপস্থিতি কম; জানতে চাইলে মো. ইফতেখার হোসেন ভুঁইয়া আরো বলেন, উন্নত বিশ্বের দিকে নজর দিলে দেখা যাবে তারা কিন্তু একদিনেই অনলাইন ক্লাস কার্যক্রমের সুফল ভোগ করেনি। আমাদের ক্লাসে প্রথম দিকে ৫ জন শিক্ষার্থী উপস্থিত হলে এখন ১৫ জন উপস্থিত হচ্ছে। যা নিঃসন্দেহে ইতিবাচক। তবে করোনাকালে এটিকেই মেইনস্ট্রিম বলে ধরা হচ্ছে। এছাড়াও সতস্ফুর্ত সহযোগিতার জন্য তিনি শিক্ষকদের ধন্যবাদ জানান।

বরিশাল বিভাগে কেন ক্লাস কম জানতে চাইলে বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন বলেন, এখানে যে ক্লাস হচ্ছেনা বিষয়টি তা নয়, ক্লাস চলছে। মাত্র ১৭৭টি ক্লাসের বিষয়ে তিনি বলেন, এমন তথ্য আমার জানা নাই। তবে আমরা চেষ্টা করছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে