রয়্যাল ইউনিভার্সিটির ভিসি হলেন রাবির অধ্যাপক ড. সুভাষ চন্দ্র শীল

প্রকাশিত: জুন ১, ২০২১; সময়: ১০:০৩ অপরাহ্ণ |
রয়্যাল ইউনিভার্সিটির ভিসি হলেন রাবির অধ্যাপক ড. সুভাষ চন্দ্র শীল

নিজস্ব প্রতিবেদক : রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা’র নব নিযুক্ত উপাচার্য হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুভাষ চন্দ্র শীল ৷ মহামান্য রাষ্ট্রপতির আদেশে শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগ দেয়া হয় ৷

রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা (আরইউডি) বাংলাদেশের ঢাকা জেলার বনানীতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৩০ জুলাই ২০০৩ সালে এর একাডেমিক কার্যক্রমগুলো অনুমোদন করে এবং ৩০ আগস্ট ২০০৩ সালে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর অধীনে আরইউডিকে অনুমোদন দেয়।

আরইউডি ২০০৪ সালে কাজ শুরু করে। ডাঃ মমতাজ বেগম এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। আরইউডি দুটি শিক্ষাঙ্গনে পরিচালিত হয়: শহর শিক্ষাঙ্গন এবং স্থায়ী শিক্ষাঙ্গন। শহর শিক্ষাঙ্গনটি ঢাকায় অবস্থিত (বাড়ি নং -২, রোড নং -১০, ব্লক-ই, বনানী) এবং স্থায়ী শিক্ষাঙ্গনটি ভৈরবের বাশঘরিতে অবস্থিত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে