‘বিশ্ব ডিএনএ দিবস’ পালন করবে আরইউএসসি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১; সময়: ২:৩৪ অপরাহ্ণ |
‘বিশ্ব ডিএনএ দিবস’ পালন করবে আরইউএসসি

নিজস্ব প্রতিবেদক, রাবি : ষষ্ঠবারের মত ‘বিশ্ব ডিএনএ দিবস’ পালন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব (আরইউএসসি)। ২৫ এপ্রিল দিবসটি উপলক্ষে তরুণদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী জ্ঞান তুলে ধরতে অনলাইন প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করেছে ক্লাবটি। রোববার পদ্মাটাইমসকে এসব তথ্য জানান ক্লাবটির সাধারণ সম্পাদক ইশতেহার আলী।

প্রেজেন্টেশন প্রতিযোগিতার জন্য নির্ধারিত বিষয়

১. ৩এমটি পপুলার সায়েন্স টক : যেকোন বিজ্ঞান বিষয়ক চিন্তা, উদ্ভাবন অথবা রিসার্চ আইডিয়া ৩ মিনিটের মধ্যে উপস্থাপন করতে হবে। আইডিয়া এমন হতে হবে যা সমসাময়িক সমস্যাগুলোর সমাধান করতে পারবে। অনলাইন প্লাটফর্ম ‘গুগল মিট’ এর মাধ্যমে প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। প্রেজেন্টেশনে পাওয়ার পয়েন্ট স্লাইড ব্যবহার করা যাবে। রিসার্চ আইডিয়া যেসব বিষয়ের উপর হতে হবে – ফিজিক্যাল সায়েন্স, বায়োকেমিক্যাল এন্ড মেডিকেল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং।

২. সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন : বিজ্ঞান গবেষণার প্রোজেক্ট পোস্টারের মাধ্যমে প্রদর্শন করতে হবে ও সে বিষয়ে বিস্তারিত বিচারকদের বুঝিয়ে বলতে হবে। সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশনে বিচারক হিসেবে থাকবেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞবৃন্দ।

প্রতিটি প্রেজেন্টেশনে নিবন্ধন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১২:৩০ পর্যন্ত প্রেজেন্টেশন প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় প্রাইজ মানি।

এরপর অনুষ্ঠিত হবে আলোচনা সভা। সভায় কিনোট স্পিকার হিসেবে থাকবেন ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ড. ফেরদৌসী কাদরী। এছাড়া স্পিকার হিসেবে থাকবেন রাবির প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খালিদ হোসাইন। দ্বিতীয় পর্বে আলোচক হিসেবে থাকবেন ক্লাবের উপদেষ্টামণ্ডলী ও স্থায়ী কমিটির সদস্যবৃন্দ।

প্রেজেন্টেশন প্রতিযোগিতাটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ তারিখ ২২ এপ্রিল। নিবন্ধনের বিস্তারিত তথ্য ক্লাবটির ‘ফেসবুক ইভেন্ট’ থেকে জানা যাবে।

  • 94
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে