রাবি ভিসিসহ ৫ জনকে আইনি নোটিশ

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২১; সময়: ১০:১৮ অপরাহ্ণ |
রাবি ভিসিসহ ৫ জনকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ৯ শিক্ষার্থীর ফল বিপর্যয়ের অভিযোগে উপাচার্য এম আব্দুস সোবহানসহ পাঁচজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার সকালে শিক্ষার্থীদের পক্ষে রাজশাহী জজকোর্টের আইনজীবী নূর-এ-কামরুজ্জামান নোটিশ পাঠান। তাদের আগামী ৩০ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

লিগ্যাল নোটিশ পাওয়া অন্যরা হলেন- উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার আবদুস সালাম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। নোটিশ পাঠানো শিক্ষার্থীরা হলেন- মোস্তাকিম খান, সুলতান কবির, শাকিরুল ইসলাম, মাহমুদা মিতুল ইভা, নাঈমা আক্তার, আবুল হাসান, শেখ আবদুর রহমান, আসাদুল্লাহ আল গালীব ও নূর হোসেন।

নোটিশে বলা হয়, এই শিক্ষার্থীদের ফল বিপর্যয়ের জন্য বিভাগের ও পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের নৈতিক স্খলনই দায়ী। এর আগে শিক্ষার্থীরা উপাচার্য, দু’জন উপ-উপাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক (বর্তমানে তিনি রেজিস্ট্রার), ছাত্র উপদেষ্টা, কলা অনুষদের ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কাছে আবেদন করলেও তারা কোনো পদক্ষেপ নেননি। এই নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে সব উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে পুনরায় ফলাফল প্রকাশ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্যকর পদক্ষেপ নিতে জানানো হলো।

নোটিশের বিষয়ে রোববার দুপুরে জানতে চাইলে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেন, এখন পর্যন্ত এমন নোটিশ পাইনি। তাই এ বিষয়ে কিছু বলতেও পারব না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে