রাবিতে ভর্তির চূড়ান্ত আবেদন সম্পন্ন

প্রকাশিত: এপ্রিল ১, ২০২১; সময়: ১:৪২ অপরাহ্ণ |
রাবিতে ভর্তির চূড়ান্ত আবেদন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৩১ মার্চ রাত ১২ টা পর্যন্ত মোট তিন ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ২৭ হাজার ৬৪৬টি। যা নির্ধারিত মোট আবেদন সংখ্যা থেকে ৭ হাজার ৩৫৪টি কম।

বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম।

পদ্মা টাইমসকে তিনি জানান, এবার তিন ইউনিটে ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার ভর্তিচ্ছু আবেদনের সুযোগ পেয়েছেন। নির্ধারিত সময় পরে তিন ইউনিট মিলিয়ে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ টি। যার মধ্যে এ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮, বি ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ এবং সি ইউনিটে ৪৪ হাজার ১৯৪ টি আবেদন পড়েছে।

প্রতিবছর নির্ধারিত সংখ্যা থেকে আবেদন সংখ্যার ব্যবধান থাকে। এবারেও ৭ হাজার ৩৫৪ টি আবেদন কম পড়েছে। তবে এটা বিগত বছরের তুলনায় অনেক কম।

প্রসঙ্গত, ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদন তিন ধাপে সম্পন্ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২৩ তারিখ ১২ টা থেকে শুরু হওয়া এই আবেদন চলে ৩১ মার্চ রাত ১২ টা পর্যন্ত। রাবির ভর্তি পরীক্ষা ১৪ জুন থেকে শুরু হয়ে চলবে ১৬ জুন পর্যন্ত।

  • 63
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে