পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রীকে রাবি প্রশাসনের চিঠি

প্রকাশিত: মার্চ ৩, ২০২১; সময়: ১০:২৮ অপরাহ্ণ |
পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রীকে রাবি প্রশাসনের চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আটকে থাকা বিভিন্ন বর্ষের পরীক্ষাসমূহ নেয়ায় সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিকে চিঠি পাঠিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (ভারপ্রাপ্ত) অধ্যাপক লুৎফর রহমান এই চিঠি পাঠান। এতে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান সুপারিশের স্বাক্ষর করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে আটকে থাকা পরীক্ষাসমূহ পুনরায় স্থগিত করায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। এরই মধ্যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অগ্রীম দুই বা তিন মাসের ভাড়া দিয়ে মেস ও বাসা নিতে হয়। এখন পরীক্ষা স্থগিত হওয়ার এসব বাড়তি অর্থ ক্ষতি যা নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র শিক্ষার্থীদের পক্ষে বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। এই অবস্থায়, শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে অসমাপ্ত পরীক্ষাগুলো সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রীর সহযোগিতা চেয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন।

এই বিষয়ে প্রক্টর লুৎফর রহমান বলেন, যে পরীক্ষাগুলো চলছিল সেগুলো নিয়ে নিতে যেন শিক্ষামন্ত্রী পারমিশন দেন, সে জন্য তাকে চিঠি পাঠিয়েছি। তার কাছে সহযোগিতা চাওয়া বলতে, স্বাস্থ্যবিধি মেনে হল না খোলার শর্তে চলমান পরীক্ষাগুলো আমরা যেন নিয়ে নিতে পারি সে পারমিশন যেন তিনি দিয়ে দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে