অবশেষে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাবি প্রশাসন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২১; সময়: ১০:৪০ অপরাহ্ণ |
অবশেষে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাবি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, রাবি : স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। পরীক্ষা চালুর দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় রোববার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড অবরোধ করে অবস্থান নিলে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান উপস্থিত হয়ে শিক্ষার্থীদের এ আশ্বাস দেন।

উপাচার্য বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছি। মন্ত্রণালয় থেকে নির্দেশনা না পেলেও আমরা জরুরি একাডেমিক কাউন্সিলের সভা ডেকে পরীক্ষা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবো। আশা করি এ সপ্তাহের মধ্যেই ভালো সমাধান আসবে।’

এর আগে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণে ২৫ ফেব্রুয়ারি প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। কিন্তু প্রশাসন থেকে কোন সিদ্ধান্ত না আসায় রোববার আবারো আন্দোলনে বসলে উপাচার্যের আশ্বাসে তা স্থগিত করেন।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিলের সভায় সকল বর্ষের ২০১৯ সালে আটকে থাকা পরীক্ষা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ২২ ফেব্রুয়ারি অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. দিপু মনি পাঠদান ও পরীক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

  • 206
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে