রাবিতে অধ্যাপক ফারুক আকতারের স্মরণসভা

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১; সময়: ৩:২৯ অপরাহ্ণ |
রাবিতে অধ্যাপক ফারুক আকতারের স্মরণসভা

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ফারুক আকতারের স্মরণে দোয়া মহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ^বিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সরকার ও মাহমুদা খাতুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক ও আইন বিভাগের অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সহকর্মী অধ্যাপক ফারুক আকতার একজন সজ্জন ও কর্মপ্রাণ মানুষ ছিলেন। তার এভাবে হঠাৎ চলে যাওয়াটা বেদনাদায়ক। মেনে নেয়া কষ্টকর। তার বিদেহী আত্মা মাগরিফাত লাভ করুক।
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় নিজ বাসায় অধ্যাপক ফারুক আকতারের শ^াসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অধ্যাপক ফারুক ১৯৫৯ সালের ১৭ অক্টোবর ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে জন্মগ্রহণ করেন।

কর্মজীবনের শুরুতে তিনি পীরগঞ্জ সরকারি কলেজে (১৯৮৪-১৯৮৯) শিক্ষকতা করেন। পরে ১৯৮৯ সালের ২০ অক্টোবর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হন এবং মৃত্যুর আগে তিনি রসায়ন বিভাগের সভাপতি ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে