রাবিতে প্রশাসনের অপসারনের দাবিতে কালো পতাকা প্রদর্শন করেছেন শিক্ষকরা

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০; সময়: ৪:১১ অপরাহ্ণ |
রাবিতে প্রশাসনের অপসারনের দাবিতে কালো পতাকা প্রদর্শন করেছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপসারনের দাবি জানিয়ে কালো পতাকা প্রদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় সিনেট ভবনের সামনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজের দূর্নীতি বিরোধী শিক্ষকবৃন্দের আয়োজিত মানববন্ধনে কালো পতাকা প্রদর্শন করেন।

শিক্ষকরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ না মানা রাষ্ট্রদ্রোহিতার শামিল। যতক্ষণ পর্যন্ত বর্তমান প্রশাসন মন্ত্রনালয়ের আদেশ না মানবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

উল্লেখ্য , গত ১০ ও ১৩ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২টি পৃথক চিঠি প্রেরণ করে শিক্ষা মন্ত্রনালয়। চিঠিতে সব ধরনের নিয়োগ স্থগিত, রেজিস্ট্রারকে অব্যাহতি, আর্থিক ক্ষতি করায় টাকা ফেরত এবং উপ–উপাচার্যসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৈফিয়ত তলব করে। যদিও এখন পর্যন্ত সেই আদেশ বাস্তবায়ন করেনি বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন।

  • 40
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে