আবাসিক হল খুলে পরীক্ষা নেয়ার দাবি রাবি ছাত্রলীগের

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২০; সময়: ১১:২২ অপরাহ্ণ |
আবাসিক হল খুলে পরীক্ষা নেয়ার দাবি রাবি ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের অসমাপ্ত চূড়ান্ত পরীক্ষার আগে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানকে এ দাবিতে স্মারকলিপি দেন রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

স্মারকলিপিতে তারা শিক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা নিশ্চিত না করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত এক পাক্ষিক এবং করোনাকালীন সংকটকালে অভিভাবকসুলভ নয় বলে উল্লেখ করেন। বিশেষ করে নারী শিক্ষার্থী ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এটি অনভিপ্রেভ এবং আর্থিক সক্ষমতার বাইরে বলেও জানানো হয় স্মারকলিপিতে।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের স্বার্থ, প্রত্যাশা ও অধিকারের আলোকে আবাসিক হল খুলে দিয়ে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছে রাবি ছাত্রলীগ।

ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘উপাচার্যকে আমরা স্মারকলিপি দিয়ে হল খোলার ব্যাপারে অনুরোধ করেছি। তিনি বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।’

গত ২১ ডিসেম্বর রাবি একাডেমিক কাউন্সিলের এক সভায় যেসব বিভাগের শিক্ষার্থীরা ২০১৫-১৬ সেশনের স্নাতক এবং ২০১৪-১৫ সেশনের স্নাতকোত্তর পরীক্ষা শেষ করতে পারেনি, তাদের পরীক্ষা ২ জানুয়ারি থেকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময়, করোনার সংক্রমণ রোধে আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

  • 43
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে