অনিয়মের প্রতিবাদ করায় সাবেক প্রাধ্যক্ষের নামফলক উচ্ছেদ!

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২০; সময়: ১২:৫৪ অপরাহ্ণ |
অনিয়মের প্রতিবাদ করায় সাবেক প্রাধ্যক্ষের নামফলক উচ্ছেদ!

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের প্রাধ্যক্ষের দায়িত্বে থাকাকালীন হলে ফুল ও শোভাবর্ধক গাছ লাগিয়েছিলেন অধ্যাপক ড. মু. আলী আসগর। সেখানে উদ্বোধনের নামফলক স্থাপন করা হয়েছিল। সম্প্রতি সেটি উচ্ছেদ করা হয়। ড. মু. আলী আসগরের অভিযোগ, উপাচার্যের অনিয়মের প্রতিবাদ করায় উপাচার্যপন্থী বর্তমান প্রাধ্যক্ষ সেটি উচ্ছেদ করেছেন।

অধ্যাপক ড. মু. আলী আসগর বলেন, আমি মতিহার হলের প্রভোস্ট থাকাকালীন সময়ে প্রায় ৭০০ স্থায়ী ফুলের গাছ ও শোভাবর্ধক গাছ লাগিয়েছিলাম। মতিহার হল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মতিহার হলের বাগানে উদ্বোধনের ফলক স্থাপন করা হয়েছিল। কিন্তু আমি অবহিত হয়েছি, আমার প্রতি ব্যক্তিগত আক্রোশের কারণে মতিহার হলের বর্তমান প্রাধ্যক্ষ নামফলকটি উচ্ছেদ করেন।

তিনি দাবি করেন, উপাচার্যের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় উপাচার্যপন্থী ও মতিহার হলের বর্তমান প্রাধ্যক্ষ আমার নামফলক উচ্ছেদ করেছেন। গত ২১ ডিসেম্বর সোমবার ফলকটি তুলে ফেলা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে মতিহার হলের প্রাধ্যক্ষ ড. মুশতাক আহমেদ বলেন, তিনি যে অভিযোগ করেছেন তা সত্য নয়। নামফলকটির স্থানে গাছ লাগানোর জন্য সেটি তুলে ফেলা হয়েছে। অন্যত্র সেটি স্থাপন করা হবে। এছাড়া তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত আক্রোশও নেই।

  • 47
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে