রাবিতে পরীক্ষা শুরু ২ জানুয়ারি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২০; সময়: ৩:৫৭ অপরাহ্ণ |
রাবিতে পরীক্ষা শুরু ২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারনে আটকে থাকা ২০১৯ সালের স্নাতক ও স্নাতকোত্তরের চুড়ান্ত পরীক্ষা আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে। তবে করোনা প্রার্দুভাব এড়াতে আবাসিক হলগুলো বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আবাসন ব্যবস্থা করতে হবে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের (এসি) সভায় এসব সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

হল বন্ধরাখার বিষয়টি নিশ্চিত করে একাডেমিক কাউন্সিলের সদস্য ও ইংরেজি বিভাগে সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০১৯ সালের অনার্স ও মাস্টার্সের চুড়ান্ত পরীক্ষা আগামী ০২ জানুয়ারিতে শুরু হবে। আর পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের পরীক্ষাও নেওয়া হবে।

তিনি আরও জানান, করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষার্থী কোভিড-১৯ আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে তার পরীক্ষা স্থগিত করা হবে। পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়া হবে। চলতি বছরের শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান এই অধ্যাপক।

  • 80
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে