প্রাথমিকের প্রধান শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০; সময়: ১১:২৭ অপরাহ্ণ |
প্রাথমিকের প্রধান শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার

পদ্মাটাইমস ডেস্ক : জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দ্রুত স্থায়ী করতে কর্মস্থলের ঠিকানাসহ যাবতীয় তথ্য চেয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপরাশেন) খালিদ আহম্মেদ এ তথ্য চেয়ে আদেশ জারি করেছেন। বৃহস্পতিবার অধিদফতরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশে বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। বুধবার স্বাক্ষরিত আদেশে শিক্ষকের নাম-পদবি ও কর্মস্থলের ঠিকানা চাওয়া হয়েছে।

রাজস্ব খাতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রথম যোগদানের তারিখ ও শিক্ষক পদে যোগদানের তারিখ, প্রকল্পে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরিতে প্রথম যোগদানের তারিখ, রাজস্ব খাতে স্থানান্তর/জাতীয়করণের তারিখ জানাতে বলা হয়েছে।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন হয়েছে কিনা, সেসব তথ্যও দিতে হবে। এছাড়া এসিআর অনুযায়ী, চাকরি সন্তোষজনক কিনা তাও জানাতে বলা হয়। নির্ধারিত ছকে এসব তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে