স্কুলের প্রতি শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তি : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২০; সময়: ১২:৪৫ অপরাহ্ণ |
স্কুলের প্রতি শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তি : শিক্ষামন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের প্রতি শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, এলাকাভিত্তিক কোটা বাড়িয়ে ৫০ ভাগ করা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসের কারণে প্রতিবারের মতো এবার ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। এজন্য বিকল্প পদ্ধতি নিয়ে ভেবেছি। অবশেষে তিনটি বিকল্প প্রক্রিয়া নিয়ে ভেবেছিলাম। এর মধ্যে স্বাভাবিক নিয়মে ভর্তি পরীক্ষা নেয়ার কথা ভাবলেও করোনার এই সময়ে এটি করতে চাইনি।

এমসিকিউ পদ্ধতির কথাও চিন্তা করেছি, তাতেও ঝুঁকি থাকে। দ্বিতীয়- অনলাইনে ভর্তি পরীক্ষা। তবে সব ভর্তিচ্ছুদের পক্ষে এটা সম্ভব হবে না। তাই লটারির মাধ্যমে স্কুলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেই।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এবার ভর্তির জন্য শিক্ষার্থীরা পাঁচটি স্কুলে আবেদন করতে পারবেন।

  • 92
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে