বিভাগীয় শহরে হবে ঢাবির ভর্তি পরীক্ষা

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২০; সময়: ৩:৫৩ অপরাহ্ণ |
বিভাগীয় শহরে হবে ঢাবির ভর্তি পরীক্ষা

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ করোনা পরিস্থিতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সব বিভাগীয় শহরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে পরিবর্তন আনা হয়েছে ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনেও। সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাবির ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় ক, খ, গ, এবং ঘ এই চার ইউনিটে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী), ৪০ নম্বরের লিখিত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় সর্বসম্মতিক্রমে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি গৃহীত হয়েছে। মোট ১০০ নম্বরের ওপর পরীক্ষা হবে তাও গৃহীত হয়েছে। পরীক্ষার সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক করবেন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে