বদলির তদবির নিয়ে শিক্ষা অধিদপ্তরে না যেতে আদেশ

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২০; সময়: ১:২২ অপরাহ্ণ |
বদলির তদবির নিয়ে শিক্ষা অধিদপ্তরে না যেতে আদেশ

পদ্মাটাইমস ডেস্ক : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিজেদের বদলির তদবির নিয়ে আর যেতে পারবেন না। ডিপিই পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত আদেশ সোমবার অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়, ডিপিইর মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা প্রায়ই বিনা অনুমতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে নিজের বদলির তদবির নিয়ে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য হাজির হচ্ছেন, যা সরকারি বিধি পরিপন্থি, বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিরও পরিপন্থি। কারও বদলির আবেদন করতে হলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো বাঞ্ছনীয়। এ ক্ষেত্রে ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন নেই।

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে