মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২০; সময়: ৮:৩৫ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : করোনার সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ পরিস্থিতে মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা হবে না। কিন্তু পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেয়া হবে সবাইকে। দেয়া হবে না কোন মার্কিং বা গ্রেডি।

এ প্রেক্ষিতে ৩০ দিনের মধ্যে শেষ করা যায় এমন সিলেবাস তৈরি করা হয়েছে। এ সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে। ৬ সপ্তাহে শিক্ষার্থীদের এসব অ্যাসাইনমেন্ট দেয়া হবে।

ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এই অ্যাসাইনমেন্ট ছাড়া পরীক্ষা বা বাড়ির কাজের মতো অন্য কোনো উপায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যাবে না বলেও বলা হয়েছে।

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে