জাতির কাছে নিজের অবস্থান পরিষ্কার করতে চান রাবি ভিসি

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২০; সময়: ৮:৫৭ অপরাহ্ণ |
জাতির কাছে নিজের অবস্থান পরিষ্কার করতে চান রাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য এম আবদুস সোবহান, উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এ বারীর বিরুদ্ধে ওঠা ২৫টি অভিযোগের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি। দুর্নীতির মাধ্যমে তাদের ‘নৈতিকতার মারাত্মক স্খলন’ হয়েছে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে জানতে শুক্রবার সাংবাদিকরা উপাচার্য এম আবদুস সোবহানের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি জানান, আগামী রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলন করে সরকার ও জাতির কাছে নিজের অবস্থান পরিষ্কার করবেন।

উপাচার্য বলেন, ‘আমি ওই দিনই সব ক্লিয়ার (পরিষ্কার) করব। যে অভিযোগুলো আছে, সেগুলোর সমস্ত কিছুই স্বচ্ছভাবে তুলে ধরব। এটা আমি মনে করি যে, জাতির কাছে এবং সরকারের কাছেও একটা দায়বদ্ধতা; আমার অবস্থানটাকে পরিষ্কার করা।’

প্রসঙ্গত, চলতি বছরের ৪ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা স্বাক্ষর করে ৩০০ পৃষ্ঠার অভিযোগপত্র সংবলিত একটি নথিপত্র প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, দুদক ও ইউজিসি বরাবর পাঠান। সেই অভিযোগের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে একটি গঠিত তদন্ত কমিটি করে ইউজিসি।

ওই কমিটির প্রধান ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম। বিস্তর তদন্ত করে ওই কমিটি প্রতিবেদন জমা দেয়। ২৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিবেদনে এসব বিষয়ে ব্যবস্থা নিতে ১১ দফার সুপারিশ করেছে ইউজিসির তদন্ত কমিটির সদস্যরা। পরে তদন্ত কমিটির সেই প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়।

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে