রাবির শিক্ষার্থী সিফাত হত্যা কান্ডে হাইকোর্টে নিম্ন আদালতের রায় বাতিল

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০; সময়: ৯:১৮ অপরাহ্ণ |
রাবির শিক্ষার্থী সিফাত হত্যা কান্ডে হাইকোর্টে নিম্ন আদালতের রায় বাতিল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া রায় বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৩ মাসের মধ্যে পুনরায় মামলার বিচার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

রোববার ৬ সেপ্টেম্বর দুপুরে বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ২০১৫ সালের ২৯ মার্চ শ্বশুরবাড়িতে সিফাতের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় সিফাতের চাচা পরদিন রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৬ সালের ২৩ মার্চ সিফাতের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ২০১৭ সালে নিম্ম আদালত রায়ে সিফাতের স্বামী আসিফ প্রিসলিকে আত্মহত্যার প্ররোচনার দায়ে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেন। তবে খালাস পায় বাকি ৩ আসামি।

  • 53
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে