ঢাবি শিক্ষার্থীরা পেল নতুন ১০টি বাস

প্রকাশিত: আগস্ট ১২, ২০২০; সময়: ১:৫৯ অপরাহ্ণ |
ঢাবি শিক্ষার্থীরা পেল নতুন ১০টি বাস

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য নতুন ১০টি বাস দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি)। এসব বাস রাজধানীর কল্যানপুর ডিপুতে রয়েছে। ক্যাম্পাস খুললে শিক্ষার্থীরা এসব বাসে করে যাতাযাত করতে পারবে বলে জানা গেছে।

জানা যায়, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিআরটিসির যেসব বাস রয়েছে, সেখান থেকে পুরাতন বাসগুলো পরিবর্তনের জন্য গত মার্চে প্রস্তাব দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবহন সম্পাদক শামস ঈ নোমান। এরই প্রেক্ষিতে পুরাতন বাসগুলো পরিবর্তন করে নতুন বাস দেয়ার সিদ্ধান্ত নেয় বিআরটিসি কর্তৃপক্ষ।

নোমান বলেন, পুরাতন বাসগুলো পরিবর্তন করার জন্য প্রস্তাব রেখেছিলাম আমি। এরই পরিপ্রেক্ষিতে বিআরটিসি নতুন ১০টি বাস দিয়েছে। বিআরটিসি ডেপুটি চেয়ারম্যান ফোনে বিষয়টি জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে