কর্মঘণ্টা বাড়ছে শিক্ষকদের!

প্রকাশিত: আগস্ট ১১, ২০২০; সময়: ৯:৪৭ অপরাহ্ণ |
কর্মঘণ্টা বাড়ছে শিক্ষকদের!

পদ্মাটাইমস ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের কারণে শিক্ষাবর্ষের মেয়াদকাল না বাড়িয়ে সিলেবাস সংক্ষিপ্ত করে শিক্ষাবর্ষ শেষ করার জন্য পরিকল্পনা করা হয়েছে। এতে করে শিক্ষা-প্রতিষ্ঠানের ছুটি কমিয়ে এনে পরবর্তী শিক্ষাবর্ষের সময় বাড়ানোর জন্য পরিকল্পনা করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে স্কুল খোলা সম্ভব হলে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। আর যদি নভেম্বর মাসেও সেটা সম্ভব না হয় তবে শিক্ষার্থীদের ‘অটো পাস’ দিয়ে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়া হবে।

তবে আপাতত সেপ্টেম্বর-অক্টোবর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা নিয়েই এগোচ্ছে দুই মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ‘রিকভারি প্ল্যান’ তৈরি করা হয়েছে। এ লক্ষ্যেই আগামীকাল বুধবার এনসিটিবিতে কারিকুলাম বিশেষজ্ঞদের বৈঠক শুরু হচ্ছে।

এ বিষয়ে বিইডিইউয়ের ঊর্ধ্বতন বিশেষজ্ঞ (পরীক্ষা ও মূল্যায়ন) রবিউল কবীর চৌধুরী গণমাধ্যমকে বলেন, সেপ্টেম্বরে স্কুল খুললে কিভাবে পরবর্তী কার্যক্রম চলবে, অক্টোবরে বা নভেম্বরে খুললে কিভাবে চলবে সে ব্যাপারে আমরা বিস্তারিত পরিকল্পনা জমা দিয়েছি। যদি নভেম্বরের মধ্যে স্কুল খোলা সম্ভব হয় তাহলে সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা নেওয়া হবে। সেটা সম্ভব না হলে আমরা অটো প্রমোশন দিতে বলেছি।

তিনি বলেন, আমরা অষ্টম শ্রেণির কিছু বিষয়ের কারিকুলাম ম্যাপিং করেছি। এটা হচ্ছে, যেটা না শিখলেই নয় সে বিষয়গুলো চিহ্নিত করা। প্রয়োজনে এনসিটিবি সব শ্রেণিরই কারিকুলাম ম্যাপিং করবে। এরপর একটি বিষয়ের যে অংশটুকু গ্যাপ থাকবে সেই নির্দেশিকা শিক্ষকদের দেওয়া থাকবে। তারা পরবর্তী শ্রেণিতে শিক্ষার্থীদের তা শেখাবেন। এ জন্য আগামী বছর ৪০ মিনিটের একটি ক্লাস ৫০ মিনিট করে নেওয়া যেতে পারে। এ ছাড়া কিছু ছুটি কমিয়ে দিয়ে শ্রেণি কার্যক্রম চালানো যেতে পারে।

  • 216
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে