রাবিতে ৪৩৩ কোটি টাকার বার্ষিক বাজেট পাশ

প্রকাশিত: জুন ২৯, ২০২০; সময়: ৪:৪৩ অপরাহ্ণ |
রাবিতে ৪৩৩ কোটি টাকার বার্ষিক বাজেট পাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ^বিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৪৩৩ কোটি টাকার বাজেট পাশ হয়েছে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহানের সভাপতিত্বে ৪৯৯তম সিন্ডিকেট সভায় এই বাজেট পাশ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা।

অর্থ ও হিসাব শাখা সূত্রে জানা যায়, সিন্ডিকেটে সব মিলিয়ে ৪৩২ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকার বাজেট পাশ হয়। এই বাজেটের মধ্যে বেতন-ভাতা খাতে ২৭৭ কোটি ৫৭ লাখ টাকা, পণ্যসেবা সহায়তার ৬৭ কোটি টাকা, পেনশন বাবদ ৬৪ কোটি টাকা, গবেষণায় ৫ কোটি, অন্যান্য ৫ কোটি এবং মূলধনের জন্য ১৪ কোটি ৪০ লাখ টাকা। গেল অর্থ বছরে রাবির বাজেট ছিল ৪২৪ কোটি ১৫ লাখ টাকা।

উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, সরকার আমাদের যে বাজেট দিয়েছেন তাতে আমরা খুশি। এখন এগুলো যথাযথভাবে ব্যয় করাই হবে আমাদের কাজ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে