রাবির নেপালী শিক্ষার্থী করোনা আক্রান্ত

প্রকাশিত: জুলাই ৫, ২০২০; সময়: ৮:৩৪ অপরাহ্ণ |
রাবির নেপালী শিক্ষার্থী করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক নেপালি শিক্ষার্থী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ আসে।

বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরি’র ওয়ার্ডেন অধ্যাপক ড. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ওই শিক্ষার্থীর নাম অভিষেক কুমার সাহা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

অভিষেক বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরিতে আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকতেন। বর্তমানে তিনি রাজশাহী নগরের করোনা ডেডিকেটেড খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

অধ্যাপক ড. আসাদুল ইসলাম বলেন, “ওই শিক্ষার্থীর শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না। তিনি দেশে ফেরার জন্য নেপাল দূতাবাসে যোগাযোগ করেছিলেন। দূতাবাস থেকে তাকে করোনা পরীক্ষা করতে বলা হয়। ওই শিক্ষার্থী সিটি করপোরেশনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। শনিবার সকালে ওই শিক্ষার্থী তার করোনা পজিটিভের ফল জানতে পারেন। তিনি বর্তমানে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।”

আসাদুল ইসলাম আরও বলেন, “অভিষেকের পাশের রুমে থাকেন পারভেজ নামে আরেক বিদেশি শিক্ষার্থী। তিনি অভিষেকের সঙ্গে বেশি মিশেছেন। তার নমুনা পরীক্ষার প্রক্রিয়পা চলছে।”

  • 136
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে