করোনায় আক্রান্ত রাবি শিক্ষক

প্রকাশিত: জুন ৫, ২০২০; সময়: ২:৫৪ অপরাহ্ণ |
করোনায় আক্রান্ত রাবি শিক্ষক

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের এক শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে পদ্মাটাইমসকে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

তিনি জানান, গত ৩ জুন ওই অধ্যাপক ঢাকার বারডেম হাসপাতালে হার্টের চিকিৎসার জন্য যান। সেখানে নমুনা নেন চিকিৎসকরা। পরে গতকাল (৪ জুন) রাতে রিপোর্ট পজিটিভ আসে। ওই অধ্যাপক নিজেই বিশ্ববিদ্যালয় উপাচার্য এম আব্দুস সোবহানকে টেলিফোনে এই তথ্য জানিয়েছেন।

প্রক্টর লুৎফর রহমান আরও জানান, উনি এখন সুস্থই আছেন। উপসর্গ নেই। বাসায় আইসোলেশনে আছেন। তাঁর চিকিৎসার ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিভিল সার্জনের সঙ্গে কথা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে