রাজশাহী বিভাগে পাসে সেরা জয়পুরহাট, জিপিএ-৫ এ বগুড়া

প্রকাশিত: মে ৩১, ২০২০; সময়: ৬:০৬ অপরাহ্ণ |
রাজশাহী বিভাগে পাসে সেরা জয়পুরহাট, জিপিএ-৫ এ বগুড়া

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজশাহী বোর্ডে এবার পাস করেছে ৯০ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন। এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে এবার রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাসে সেরা জয়পুর হাট ও জিপিএ-৫ প্রাপ্তে সেরা বগুড়া জেলা।

রোববার বেলা ১১টার দিকে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী এবার রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন আট জেলা থেকে দুই লাখ ১৮৫ জন শিক্ষার্থী এসএসসিতে অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে এক লাখ ৮০ হাজার ৯০২ জন শিক্ষার্থী।

রাজশাহী বোর্ডে এবার সবচেয়ে বেশি ৯৫ দশমিক ৯৭ শতাংশ পাসের হার উত্তরের জেলা জয়পুরহাটে। রাজশাহী জেলায় এই হার ৮৭ দশমিক ৮০ শতাংশ। যা বোর্ডের পাসের হার সবচেয়ে কম।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ, নাটোরে ৯০ দশমিক ৪২ শতাংশ, নওগাঁয় ৮৯ দশমিক ৯৪ শতাংশ, পাবনায় ৮৯ দশমিক ৫৬ শতাংশ, সিরাজগঞ্জে ৮৯ দশমিক ৩৮ শতাংশ এবং বগুড়ায় ৯২ দশমিক ২৭ শতাংশ।

রাজশাহী বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন। এর মধ্যে ছাত্রী ১৩ হাজার ৬২১ জন। আর ছাত্র ১২ হাজার ৫৪৬ জন। পাসের হারেও এগিয়ে মেয়েরা। এ বোর্ডে মেয়েদের পাশের হার ৯১ দশমিক ৪৫ শতাংশ। আর ছেলেদের পাশের হার ৮৯ দশমিক ৩৭ শতাংশ। পাসের হারে ২০১৪ সাল থেকেই এগিয়ে মেয়েরা।

জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এগিয়ে রয়েছে বগুড়া। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৩৪ শিক্ষার্থী। আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন রাজশাহী জেলা। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৮৮ জন। এছাড়াও সিরাজগঞ্জ ৩ হাজার ৬৩৫ জন, পাবনায় ৩ হাজার ৪৪১ জন, নওগাঁয় ৩ হাজার ৬৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ২ হাজার ১৬৬ জন, নাটোরে ১ হাজার ৭৪৬ জন ও জয়পুরহাট ১ হাজার ৬৯৩ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে