রাবির আরও এক ছাত্রী করোনায় আক্রান্ত

প্রকাশিত: মে ২৯, ২০২০; সময়: ১:১৪ অপরাহ্ণ |
রাবির আরও এক ছাত্রী করোনায় আক্রান্ত

পদ্মাটাইমস ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরও এক ছাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত। ওই ছাত্রীর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন তার স্বামী।

আক্রান্ত ছাত্রীর স্বামী জানান, গত ১৫ মে দিনাজপুরের একটি হাসপাতালে নমুনা দেন তার স্ত্রী। পরে তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তিনি গর্ভবতী বলে জানা গেছে।

তিনি আরও জানান, প্রথম তার চাচা শ্বশুর (আক্রান্ত ছাত্রীর চাচা) করোনা আক্রান্ত হন। এজন্য বাড়ির সকলের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা শনাক্ত হয় তার স্ত্রীর।

‘প্রথমে দু’একদিন জ্বর-সর্দি ছিল। তবে বর্তমানে তার স্ত্রীর শারীরিক অবস্থা উন্নতির পথে। বাড়িতে থেকেই তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন’ বলেও জানান তার স্বামী।

জানতে চাইলে রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মাহাবুবুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়। তবে সাংবাদিকদের মাধ্যমে জেনে খোঁজ-খবর নিচ্ছি।’

প্রসঙ্গত, এর আগে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের একজন ছাত্রী ও তার বাবা একই সাথে করোনায় আক্রান্ত হন। বর্তমানে তারা করোনামুক্ত

  • 218
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে