রাবি শিক্ষার্থী করোনায় আক্রান্ত

প্রকাশিত: মে ১১, ২০২০; সময়: ৮:৫১ অপরাহ্ণ |
রাবি শিক্ষার্থী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় নিজ বাসায় অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত ওই শিক্ষার্থী এই ভাইরাসে আক্রান্ত হন। সোমবার বিকালে আক্রান্ত শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেছেন।

আত্রান্ত শিক্ষার্থী জানান, ওই শিক্ষার্থীর বাবা গত শনিবার করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে গতকাল রবিবার পরিবারের আরো ৩ সদস্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে করোনা পরীক্ষা করান। এতে ওই শিক্ষার্থীর নমুনা পজিটিভ আসলেও, তার মা ও বড় ভাইয়ের করোনা নেগেটিভ এসেছে।

ওই শিক্ষার্থী আরো জানান, “বাবার করোনা পজিটিভ হবার পরই আমরা নিজ উদ্যোগে মঙ্গলবার করোনা টেস্ট করাই। সোমবার সকালে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছি। বর্তমানে আমি এবং আমার বাবা একটি হাসপাতালে ভর্তি আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, মেয়েটির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো আছে। দ্রুত সুস্থ হয়ে উঠবে। বিশ^বিদ্যালয়ের কোন পদক্ষেপ নিবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, যদি কোন ধরনের সহযোগিতা করা লাগে তাহলে সেটা করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে