সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত রাবি কর্তৃপক্ষের

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২০; সময়: ৬:২৩ অপরাহ্ণ |
সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত রাবি কর্তৃপক্ষের

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার পদ্ধতিতে যাচ্ছে না রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি)। সোমবার বিকেলে তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ^বিদ্যালয়ের শিক্ষা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ^বিদ্যালয় প্রশাসন। সভা শেষে উপাচার্য এম আব্দুস সোবহান এই তথ্য জানান।

তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে সমন্বিত ভর্তি পরীক্ষায় যাওয়ার কথা ছিল। কিন্ত আমাদের শিক্ষা পরিষদ তা নাকচ করে দিয়েছে। কারণ আমাদের বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস না হওয়ার একটি গৌরব রয়েছে, কিন্তুসমন্বিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের আশঙ্কা থেকে যায়। এছাড়া আমরা যেভাবে পরীক্ষা নেই, সেই মান রক্ষিত হবে কি না তারও নিশ্চিত নয়। তাই শিক্ষা পরিষদের সকলের মতামতের ভিত্তিতে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষা পরিষদের সদস্য ও বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম খান বলেন, আমরা যেভাবে ভর্তি পরীক্ষা নেই তা শতভাগ স্বচ্ছ ও নিরাপদ। কিন্তু অন্য বিশ^বিদ্যালয়গুলো যে এভাবে পরীক্ষা নিতে পারবে তা নিয়ে শঙ্কা থেকে যায়। সবগুলো বিশ^বিদ্যালয়ের অবকাঠামো তো এক নয়। তাই আমরা চাই আগে নিরাপদ ভর্তি পরীক্ষা কিংবা আমাদের চেয়ে ভালোভাবে পরীক্ষা নেয়ার নিশ্চয়তা দেয়া হোক, তবেই আমরা সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় যেতে পারি। তার আগে নয়।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসি’র সভায় সর্বসম্মতিক্রমে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা শিক্ষা পরিষদ ও সিন্ডিকেটে আলোচনা করে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ার কথা জানান। তবে ইতোমধ্যে বুয়েট, চবি ও ঢাবি সমন্বিত ভর্তি পরীক্ষা অংশ নেবে না বলে জানিয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে