“সুখের ঠিকানা”

প্রকাশিত: মে ১৬, ২০২২; সময়: ২:৩৭ অপরাহ্ণ |
 “সুখের ঠিকানা”
 “সুখের ঠিকানা”
জানালা খুলে চেয়ে দেখি
আকাশে সোনার চাঁদ;
শরীর চুমায় দক্ষিণা বাতাস
আহ খুশীতে প্রায় উন্মাদ!
অতি রূপসী পূর্ণিমা শশী
ঝলমলে কি দীপ্তি!
গায়ে চিমটি কেটে বুঝি
স্বপ্ন নয় এ সত্যি!
কে এলো কে এলো?
সব হলো এলোমেলো;
কালো চুলে সুগন্ধি ছড়িয়ে
জ্যোছনাটা ঢেকে দিলো!
স্বর্গ শশী হঠাৎ ভূতলে
এলোচুলে আঁচল উড়িয়ে;
বলে “করো পান ধরো গান”
চায়ের পেয়ালাটি বাড়ায়ে!
কানিজের  লেবু চা;
মেঘ না চাইতেই বৃষ্টি!
চুমুকে চুমুকে তৃপ্তি
মনের মতই মিষ্টি!
পুলকিত তনুমন
সুরের লহরী প্রতি ক্ষণে !
গলা ছেড়ে গেয়ে বলি
“সুখের ঠিকানা গৃহকোণে।”
আমি বিনে এক জীবনে
কে পেয়েছে এতো সুখ?
দুখের কি সাধ্য আছে
কেড়ে নিতে হয় উন্মুখ!
কবিতাঃ সুখের ঠিকানা
কাব্যগ্রন্থঃ আপন আভাস
এ কে সরকার শাওন
শাওনাজ ভবন, উত্তরখান, ঢাকা।
১৬ মে ২০২২
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে