কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের অবস্থা স্থিতিশীল

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১; সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ |
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের অবস্থা স্থিতিশীল

পদ্মাটাইমস ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছেন তার ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান মৌলী। সেইসঙ্গে রোববার হাসান আজিজুল হকের চিকিৎসায় ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান জানান, ভাষা সৈনিক হাসান আজিজুল হক আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। এছাড়া তিনি নিউমোনিয়া, ডায়াবেটিসসহ অন্যান্য বয়সজনিত সমস্যায় আক্রান্ত। শনিবার তাকে এই হাসপাতালে ভর্তির পর রোববার মেডিসিন বিভাগসহ বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তিনি চিকিৎসকদলের তত্ত্বাবধানে আছেন।

ইমতিয়াজ হাসান মৌলী জানান, বাবার অবস্থা বর্তমানে মোটামুটি স্থিতিশীল আছে। তার শরীরে অক্সিজেনের তেমন অভাব না থাকলেও নিউমোনিয়ার কারণে আলাদা করে অক্সিজেন দেওয়া হচ্ছে। হার্ট, ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতাসহ আগে যেসব সমস্যাগুলো ছিল, সেগুলো এখন কিছুটা কমে এসেছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে মেডিকেল বোর্ড বসেছিল। তারা আলোচনা করে বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। সেগুলো করানোর পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত শনিবার উন্নত চিকিৎসার জন্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজশাহী থেকে ঢাকায় নিয়ে আসা হয়। প্রথমে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হলেও হৃদরোগ ছাড়া অন্য সমস্যাগুলো থাকায় পরে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। এর আগে প্রায় একমাস ধরে তিনি অসুস্থ। এত দিন বাসায় রেখেই তার চিকিৎসা চলছিল।

  • 54
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে