অপেক্ষার ঝড়

প্রকাশিত: মে ২, ২০২১; সময়: ২:৩১ অপরাহ্ণ |
অপেক্ষার ঝড়

সবাই মৃত্যুকে মহৎ করছে কেন? জীবনকে রঙিন করুক
কেন ভালোবাসতে হবে, কেন ডুবে মরতে হবে
কেন গান শুনতে হবে, কেন মোহ বইতে হবে
কেন যারপরনাই তার পারে চাইতে হবে?

মৃত্যুকে মহৎ করো কেন? সে ত খুনি আমার
আমি জীবনের কাছে পরাজিত শুধু তার কারণেই
মৃত্যুকে মহৎ করো কেন?

সে আমার শ্যাম নয় রাধা নয়, কোনো গানে বাঁধা নয়
সে আমার জীবননাশক। কেন তাকে এসো বলতে হবে?
কেন তাকে প্রেম বলতে হবে? কেন তাকে ঈশ্বরের দায় বলতে হবে?

মৃত্যুর জন্য ঈশ্বর দায়ি হলে ঈশ্বর ছোটো হয়ে যান না?

আর যদি ভগবান হন্তারক না ই হোন
তবে ত মানুষ মরছে তার নিজেরই ইমানে
মানুষ মরছে তার গোলামি আর লোভে
মানুষ মরছে তার প্রেমে, মানুষ মরছে তার আজন্ম জীবনযাপনে, তার সহজাতে

আহা! মানুষ নাকি মরছে তার দোষে!
মানুষ নিজের মত করে বাঁচার চেষ্টাই করল না

একজীবনে জীবনের শত্রুকেই চেনা হল না
এত ভালোবাসা
এতো মোহ
এত স্নেহ এতো ক্লেদ
এত এত জন জন্ম

তবু আমি মৃত্যুকে ঘৃণা করি
যতই সে অগ্রসর হোক আমার দিকে
আমি বলবই, আমি বলবই
আমি এটা করবই

একদিন
মৃত্যুকে
আমি পরাজিত করবই।

কবি : সজল ছত্রী

  • 284
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে