অন্তত এবার থামো

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১; সময়: ১:৪১ অপরাহ্ণ |
অন্তত এবার থামো

কতদিন উষ্ণতা খুঁজি না তোমার আঁচলে,
আর কতদিন থাকবে দুচোখ ডুবে আঁধারের কাজলে!
এক সমুদ্র অন্ধকার,
ঘুটঘুটে কালো অন্ধকার,
অনন্ত অমাবস্যায় সজ্জিত অন্ধকার…

কাফনের কাপড় ছুঁই ছুঁই দুরত্বে আমার ডান হাত,
সংশয় আর অবিশ্বাসে মোড়া বাম হাত,
বুকের প্রতিটি অস্থিসন্ধিতে মৃত্যুর চিতকার,
ফুসফুস ছোঁয়া নিশ্বাসে হৃদ রক্তের ঝংকার।

না এ যেন আমার দেশ নয়,
এ পৃথিবী যেন আমাদের নয়!!
স্পর্শসীমার বাইরে নিরাপদ দূরত্বে
সাদা কাপড়ে আপাদমস্তক নিস্তেজ নিথর,
আমার ভাইয়ের লাশ, আমার পিতার লাশ,
আমার চিরচেনা স্বজনের লাশ।

লাশের মিছিলে আর কত সংখ্যা যোগ হলে
তুমি থামবে পৃথিবী
আর কত! আর কত!

কথা দিচ্ছি এবার আমরা বন্ধু হব
আমাদের তুমুল বন্ধুতায়
নীল স্বপ্ন উড়বে আকাশে,
সবুজ হারিয়ে যাবে গাঢ় সবুজে,
জোছনা স্নানে শুদ্ধ হবে রুপালি নদী,
মিনতি করছি এবার অন্তত থামো,
এবার অন্তত থামো…

 

কবি : মনিরুজ্জামান মুন

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে