কোন একদিন

প্রকাশিত: মার্চ ৩০, ২০২১; সময়: ১:২৩ অপরাহ্ণ |
কোন একদিন

একদিন চোখ ঠিক ভুলে যাবে
অশ্রু ঢেউয়ের গর্জন,
স্বপ্নে ভর করে দাঁড়িয়ে থাকা দেশটা
আচমকা বাস্তবের সেতু বেয়ে
সত্যিটাকে ছুঁয়ে দেবে।
একদিন পাখিগুলো নীরবতা ভেঙে
আকাশের দেয়ালে মনের খেয়ালে
নীরবে এঁকে যাবে জীবনের গান।

একদিন রোদের ডাকে
একটা অবহেলিত জলবিন্দু
ঠিক দেবে সায়,
হাওয়ার গতিকে পরাজিত করে
একটি পতাকা উড়বে স্বইচ্ছায়।

স্যাঁতসেঁতে উঠোনে ঠিক একদিন
পৌঁছে যাবে ভোরের আলো,
বুক পকেটে থাকবে প্রেমিকের
ভালোবাসার সুতোয় বোনা যা কিছু ভালো।

একদিন বুকের বাম পাশের
পুঞ্জীভূত অবিশ্বাস থেকে জন্ম নেবে
একটি বিশ্বাসী ফুল,
পাঁপড়িময় যার জীবনের ঘ্রাণ
শরীরময় নেই কোন ভুল।

একদিন তুমি হয়ে যাবে সুখ সমুদ্দুরের ঢেউ
একদিন আমি হয়ে যাবো অন্য কেউ!

কবি : মনিরুজ্জামান মুন

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে