ভরদুপুরে…

প্রকাশিত: মার্চ ২৩, ২০২১; সময়: ৮:২৬ অপরাহ্ণ |
ভরদুপুরে…

কোথা থেকে বিষাদের এত পাখি উড়ে আসে?
ডানায় শক্তি আছে, বিষাদের পাখি?
পারো যদি নিয়ে যাও আমাকে একাকী
আমার বাড়িঘর পুড়ে যাচ্ছে জ্বরে!
ভরদুপুরে
কোথা থেকে মৃত্যুর এত পাখি উড়ে আসে?
ছাইরঙা শ্বাস এসে সবুজ নিঃশ্বাসে বসে
আমাকে ক্লান্ত করে বোকা পাখিটি
বোকা বোকা পাখি
কিছুকাল থাকো এই মাটির পৃথিবীতে

তুমি কে? কোথা থেকে
এসেছ, বলো, শুনি…
দেখেছি মাঝেমাঝে গা-ঘেঁষে চলে যেতে
তোমাকে আমি সামান্যই চিনি।
দুনয়নে দেখেছি যা
পুড়ে যাচ্ছে সকলের গা!
তোমার কোন হদিশ পাইনি।
মন, তুমি সই হবা?
মুহূর্তে পাল্টাবে, বাঁধা দেব না
ভেঙেচুড়ে গুড়া গুড়া কুড়াবোও না
যখন যা চাও, তাই যেন পাও
করে যাব আজীবন প্রার্থনা
মন, তুমি সই হবা?
কাঁদবো গলা ছেড়ে একসাথে ভেজা চোখে
হাসবো সূর্যের মত, পৃথিবীও গ’লে যাবে!
আমাদের আয়ু হবে অনন্তকাল
স্বর্গের বাগানে ছুটোছুটি করা ঐ হরিণীর মত
পৃথিবীতে যার মায়া রয়ে গেছে!

মায়াবিণী মন, তুমি সই হবা?

কবি : রুমিয়া রুমি
(ফেসবুক থেকে সংগৃহিত)

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে