নিনাদিত বীজমন্ত্র

প্রকাশিত: মার্চ ১৭, ২০২১; সময়: ৭:৩৩ অপরাহ্ণ |
নিনাদিত বীজমন্ত্র

উর্মিমালায় মুখরিত নাম
পদ্মপাতায় প্রস্ফুটিত স্বপ্নের ছবি
আর তেরশত নদীজনপদে
বহতা রূপকথায় প্রার্থীত নায়ক
আমাদেরই মাটির কুটিরে
জন্মেছিলো একদিন!

সেই জন্ম কল্পকথা
শোণিত পুত ‘মুক্তির মন্দির সোপান তলে’
মায়ের আ্ঁচলে এঁকেছে আলপনা!
ইতিহাস হাঁক দেয় নীলকমল জাগো
জেগে ওঠো লালকমল!

শস্যময় শ্যামলিমা
অজস্র পাখির কলগান
নদী ও আকাশ
দীপ্তময় স্বপ্নের ভোর
ঘরে ঘরে বৃহংতি ধ্বনি
জয়বাংলা বাংলার জয়
ছিঁড়ে ফেলে রাক্ষসের বেড়াজাল!

পাকে পাকে তড়পায় ক্রোধ
অনন্ত ঘুর্ণি ওঠে প্রাণে ও মননে
মায়ের ভাষার ডুরিতে
গাঁথা হয় কৌম পরিচয়
নারীরা ধারণ করে
মুক্তির মন্ত্রে দীক্ষিত সন্তানের বীজ!

পিতা দুবাহু বাড়িয়ে
দিগন্ত ছাড়িয়ে
আকাশে তোলে অভ্রভেদী শির
স্বপ্নের বাঁকে বাঁকে হাজার বছর
সুপ্ত যে বাসনা ছিল
তাই আজ তা্ঁরই হাতে
রক্তআঁকা পতাকা হয়ে
বাতাসে ছড়িয়ে দেয়
নিনাদিত বীজমন্ত্র

এবারের সংগ্রাম…

কবি : আরিফুল হক কুমার
(ফেসবুক থেকে সংগৃহিত)

  • 297
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে