মঞ্চে দাঁড়িয়ে আছে জনতার বিক্রম

প্রকাশিত: মার্চ ৭, ২০২১; সময়: ১:১৩ অপরাহ্ণ |
মঞ্চে দাঁড়িয়ে আছে জনতার বিক্রম

মুক্তকেশর সিংহের মত
মঞ্চে দাঁডিয়ে আছে জনতার বিক্রম
তার অভ্রংলিহ শরীর জুড়ে স্পন্দিত হচ্ছে বাংলাদেশ!
দুচোখে বৈশাখী আবাহন —
পুত অগ্নিতে৷ সর্বস্ব সমর্পিত
তার অঙ্গুলি হেলনের অপেক্ষায় নবজন্ম — স্বাধীনতা।

চালচিত্রে রক্তাক্ত ইতিহাস
ভায়ের বোনের অবিরল আত্মদান
মুক্তকেশী মা এবার রক্ত বসন পরে
দক্ষিণ দুয়ারে বাড়িয়ে দিয়েছে বরাভয় বাহু!
জয়ী হও জয় করো
হায়েনার ক্রর হাসি পদপিষ্ট করে
নিজ অধিকারে নাও বাঙলার নদীমাঠ প্রিয় জনপদ!

ভাষার তন্ত্রীতে গাঁথা আছে জাতি পরিচয়
ভাষার তন্ত্রীতে বাঁধা আছে সংগ্রামের সুর
সোনার স্বদেশে আজ বর্গীর হানা
তাই এতো উদ্বেল জনতার বুক —
পিতা তোমার ভবনে তাই জনতার ঢল
আদেশের আগুনে আজ শুচি হবে দ্বিধা।

আকাশ স্ফারিত করে ঝরুক তোমার বজ্রকণ্ঠ বাণী
হাজার বছর ধরে স্বপ্নে লালিত মুক্তি দিক সে আনি।।

 

কবি : আরিফুল হক কুমার

(ফেসবুক থেকে সংগৃহিত)

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে